বিশ্বকাপের আগে শেষ ম্যাচ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ক্রাভেন কটেজে গিয়ে স্বাগতিক ফুলহ্যামের বিপক্ষে মাঠে নেমেছে তারা রোনালদোকে ছাড়াই। এই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে আলেজান্দ্রো গার্নাচোর গোলে ২-১ ব্যবধানে স্বান্তনার জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
৭২ মিনিটে অ্যান্থোনি মার্শালের পরিবর্তে মাঠে নামেন আলেজান্দ্রো গার্নাচো। ততক্ষণে দুই দলেরই গোল ১-১। ম্যাচ সম্পূর্ণ ড্রয়ের দিকেই
মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন ১৪তম মিনিটে ম্যানইউকে এগিয়ে দেন। প্রিমিয়ার লিগে ম্যানইউতে যোগ দেয়ার পর এটাই তার প্রথম গোল। ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে অসাধারণ গোলটি করেন তিনি।
প্রথমার্ধের স্টপেজ সময়েই ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিলেন এরিকসেন। ব্রুনো ফার্নান্দেজ বক্সের মধ্যেই বল বানিয়ে গোলের সুযোগ তৈরি করে দেন। কিন্তু এবার এরিকসেন বলটি বাইরে মেরে দিয়ে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করে দেন।
দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই কার্লোস ভিনিসিয়ুস প্রায় ফুলহামকে সমতায় ফিরিয়ে এনেছিলেন; কিন্তু ডেভিড ডি গিয়ার অসাধারণ ক্ষিপ্রতায় গোলটি হজম করা থেকে বেঁচে যায় ম্যানইউ। এরপর কিছুক্ষণ পর কর্নার কিক থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেড নেন টিম রেম। কিন্তু সেটিও ডেভিড ডি গিয়া অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন।
তবে ৬১ মিনিটে আর গোল ফেরাতে পারেননি ডি গিয়া। স্বাগতিক ফুলহামকে সমতায় ফেরান ড্যানিয়েল জেমস। টম কর্নির কাছ থেকে পাস পেয়েই ম্যানইউর জাল ভেদ করেন জেমস। এরপর ফুলহামের হোয়াও পালহিনহা এবং ম্যানইউর স্কট ম্যাকটিমোনাই দুর্দান্ত দুটি গোলের সুযোগ মিস করে ফেলেন।
৭২ মিনিটেই মার্শালের পনিবর্তে মাঠে নামেন আলেজান্দ্রো গারনাচো। ১৯ বছর বয়সী এই উদীয়মান ফুটবলার বল নিয়ে বেশ কিছু দৌড় দেন, যা আতঙ্ক ছড়ায় ফুলহাম শিবিরে। শেষ পর্যন্ত ৯৩তম মিনিটে গোল করে ম্যানইউকে উদ্ধার করেন এবং জয় এনে দেন।
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫