ক্রমশ সৌদি প্রো লিগের শিরোপার দৌড় থেকে পিছিয়ে পড়ছে আল নাসর। তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ধারাবাহিকভাবে গোল করলেও দলটি জয়ের ধারায় ফিরতে ব্যর্থ হচ্ছে। সর্বশেষ তারা হেরেছে নবাগত আল কাদিসিয়াহর কাছে। এ হারের ফলে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট পিছিয়ে পড়েছে আল নাসর।
শুক্রবার (২২ নভেম্বর) সৌদি প্রো লিগে আল কাদিসিয়াহর কাছে ২-১ গোলে হারে আল
নাসর। দলের হয়ে একমাত্র গোলটি করেন রোনালদো। অন্যদিকে আল কাদিসিয়াহর জয়ের নায়ক ছিলেন জুলিয়ান কুইনোনেস এবং পিয়েরে-এমরিক অবামেয়াং।ম্যাচটি অনুষ্ঠিত হয় আল-আউয়াল পার্কে, যেখানে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে আল নাসর। তারা মোট ২০টি শট নিয়েছে, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে আল কাদিসিয়াহ ১০ শটের মধ্যে ৬টি লক্ষ্যে রেখেছে।
ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আল নাসর। ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে অ্যাঞ্জেলোর নেয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৩২তম মিনিটে রোনালদো গোল করতে ভুল করেননি। কাদিসিয়াহর গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বল সহজেই জালে পাঠান পর্তুগিজ মহাতারকা। এটি ছিল এবারের লিগে তার সপ্তম গোল। সব মিলিয়ে চলতি মৌসুমে ১৬ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা দাঁড়াল ১১টিতে।
তবে রোনালদোর গোলের পাঁচ মিনিট পরেই কুইনোনেসের শটে সমতায় ফেরে আল কাদিসিয়াহ। তার শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকে যায়। প্রথমার্ধ সমতায় শেষ হওয়ার পর, দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫০তম মিনিটে পিয়েরে-এমরিক অবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় আল কাদিসিয়াহ। নাহিতান নান্দেজের ক্রস থেকে কুইনোনেস মাইনাস করলে হেডের মাধ্যমে বল জালে পাঠান গ্যাবনের এই তারকা।
এরপর ৬৩তম মিনিটে অ্যাঞ্জেলোর একটি শট দারুণভাবে রুখে দেন কাদিসিয়াহ গোলরক্ষক ক্যাস্তেয়েস। ৭২তম মিনিটে মারানের শট সাইডনেটে লাগলে আরেকবার হতাশ হয় আল নাসর।
এই হারের ফলে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়ে গেল আল নাসর। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল হিলাল, আর ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল ইত্তিহাদ।
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫