আগামী বিশ্বকাপের বাছাইয়ে একের পর এক জয় তুলে নিচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ শুক্রবার (১৩ অক্টোবর) এস্তাদিও মনুমেন্টালে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপ বাছাইয়ে এই নিয়ে তিন ম্যাচ খেলে সবগুলোই জিতে ‘হ্যাটট্রিক’ জয় তুলে নিলো আলবিসেলেস্তেরা।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দিতে থাকে আর্জেন্টিনা। তাতে প্রথম শটেই এগিয়ে যায় তারা।
প্রথমার্ধ আর গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পায় প্যারাগুয়ে। তবে রামোন সোসার শট পা বাড়িয়ে প্রতিহত করে দেন এমিলিয়ানো মার্টিনেজ। বল তার পায়ে লেগে পোস্টের বাইরে দিয়ে যায়।
ম্যাচের ৫৩তম মিনিটে জুলিয়ান আলভারেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। ৭৬তম মিনিটে ভালো একটি সুযোগ তৈরি করেন মেসি। তবে তার বাঁকানো শট পোস্টে লেগে হতাশা উপহার দেয়। যোগ করা সময়ে মেসি আরও একটি সুযোগ নষ্ট করেন। তার ফ্রি কিক পোস্টে লেগে বাইরে চলে যায়। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
২ দিন আগে মঙ্গলবার, মে ১৩, ২০২৫