গত সেপ্টেম্বরে সিনিয়র সাফে নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে শিরোপা উৎসবে মেতেছিলেন সাবিনা-কৃষ্ণারা। সিনিয়রদের দেখানো পথেই হাঁটলেন রিপা-শামসুন্নাহাররা। সেই নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিনশিপের শিরোপা নিজেদের ঘরেই রেখেদিলেন তারা। বৃহস্পতিবার আসরের ফাইনালে দাপুটে নৈপুণ্যে ৩-০ গোলের জয় পায় বাংলাদেশ। ফাইনালে একটি করে গোল করেন রিপা, শামসুন্নাহার ও উন্নতি খাতুন।
নেপালের
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সোহাগী কিসকু ও মাহফুজা দুই জনের পরিবর্তে উন্নতি খাতুন ও আইরিনকে একাদশে জায়গা দেন কোচ গোলাম রব্বানী ছোটন ।
বাংলাদেশ একাদশ:
রুপনা চাকমা (গোলরক্ষক), শামসুন্নাহার (অধিনায়ক), আকলিমা, আফিদা, নাসরীন, সুরমা, স্বপ্না রাণী, রিপা, ইতি, সোহাগী ও মাহফুজা
৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫