সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, লাইভ আইডেন্টিফিকেশনের মাধ্যমে সুবিধা ভোগীদের ভাতা প্রণয়নের প্রক্রিয়া চলছে। তখন সবাই জানতে পারবে ভাতা ভোগী কারা। দেশে বর্তমানে তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে, বাংলাদেশের মানচিত্র দেখে পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে ১২টি শিশু উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।
শনিবার (১৮ মে) বিকেলে কুড়িগ্রাম শহরে উত্তরবঙ্গ জাদুঘরের নির্মাণাধীন
ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন ও কুড়িগ্রামে বঙ্গবন্ধুর ভাষণের প্রতিলিপি দর্শনার্থীদের জন্য উন্মোচনের সময় এসব কথা বলেন তিনি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের প্রত্যেক ইউনিয়নে প্রতিষ্ঠা করা বিশেষ বিদ্যালয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেগুলো প্রকৃত অর্থেই বিশেষ স্কুল সেগুলোকে স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি সাধারণ শিশুদের সঙ্গে বিশেষ শিশুদের একীভূত করা এবং যারা একেবারেই বিশেষ তাদের জন্য আলাদা ব্যবস্থা হবে।
এসময় ভিক্ষুক ও বেদে সম্প্রদায়সহ তৃতীয় লিঙ্গের লোকজনের পুনর্বাসনের কথাও জানান তিনি।
পরে মন্ত্রী জেলা শহরের শেখ রাসেল অডিটোরিয়ামে একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট আইনজীবী ও উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা এসএম আব্রাহাম লিংকনের গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫