Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬, ২ মাঘ ১৪৩২

সারাদেশ

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫’ পেলো দেশ টিভির প্রতিবেদক শাহাদাত নিশাদ

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো




সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫’ পেলো দেশ টিভির প্রতিবেদক শাহাদাত নিশাদ।


শনিবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।


বাংলার বীর ফাউন্ডেশনের আয়োজনে নেলসন ম্যান্ডেলার জন্ম বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে ‘নেলসন ম্যান্ডেলা: আদর্শ ও কর্মময় জীবন’ শীর্ষক এক আলোচনা সভাও

অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবনের তাৎপর্য তুলে ধরেন বক্তারা।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন আহাম্মদ। এছাড়ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম আমানউল্ল্যাহ,বাংলার বীর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহ সাংগঠনিক সম্পাদিকা ডা. রাজিউন সালমা লাবনীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলার বীর ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজা।


সাংবাদিক শাহাদাত নিশাদ বর্তমানে দেশ টিভিতে কর্মরত রয়েছেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাক, সময়ের আলো, স্বদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকতার চ্যালেঞ্জিং জীবনে বিভিন্ন সময় সংবাদ প্রকাশের জেরে মামলার শিকার হতে হয়েছে শাহাদাত নিশাদকে।

২৯ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন