Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গায়ে অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটি ও অটোরিকশা ভাঙচুর নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়।

গতকাল শুক্রবার রাত ও আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দুর্গাপুর গ্রামের জারুর গোষ্ঠী (রাসেল চেয়ারম্যানের গোষ্ঠী) এবং বারঘরিয়ার (মিজান মেম্বারের গোষ্ঠী) লোকজনের মধ্যে

এ সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয়দের বরাত দিয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, শুক্রবার রাতে উপজেলার দুর্গাপুর গ্রামের বারঘরিয়া গোষ্ঠীর মুন্সি বাড়িতে ওয়াজ মাহফিল হয়। মাহফিল উপলক্ষে  রাস্তার ওপর কিছু দোকানপাট বসে। এ রাস্তায় জারুর বাড়ির মো. কুতুব মিয়ার ছেলে মো. রুহুল আমিন অটোরিকশা নিয়ে যেতে চাইলে একজনের গায়ে লাগে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় রুহুল আমিনকে মারধর ও তার অটোরিকশার কাঁচ ভাঙচুর করে বারঘরিয়া গোষ্ঠীর লোকজন। রুহুল আমিন বাড়িতে এসে ঘটনাটি জানালে তার বাড়ির লোকজন রবারঘরিয়া গোষ্ঠীর দুটি অটোরিকশা আটক করে।  বিষয়টি সমাধানের জন্য দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. রাসেল মিয়া তার পরিষদের সদস্য বারঘরিয়া গোষ্ঠীর মো. মিজান মিয়াকে বাড়িতে ডেকে আনেন। চেয়ারম্যানের বাড়িতে এলে জারুর গোষ্ঠীর লোকজন মিজানকে পিটিয়ে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে বারঘরিয়া গোষ্ঠীর লোকজন জারুর গোষ্ঠীর লোকজনের ওপর হামলা করে। শনিবার আবারও উভয় গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়।

৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন