Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সারাদেশ

ছেলের কোদালের আঘাতে বাবা নিহত

ডেইলি বাংলাদেশ মিরর
২৯ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো

ডেস্ক রিপোর্ট:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যু হয়েছে।  

রোববার রাতে বেলকুচি উপজেলার এনায়েতপুরের গোপরেখী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম আশরাফ আলী (৫০)।  ঘাতক ছেলের নাম আবু মুছা (৩০)। ঘটনার পর পরই স্থানীয়রা ঘাতক মুছাকে আটক করে পুলিশে দিয়েছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান এসব তথ্য নিশ্চিত

করেন।

তিনি জানান, ছেলের হাতে বাবা খুন হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ছেলে মুছাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, মায়ের সঙ্গে ছেলে মুছার দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে রোববার রাতে মুছার সঙ্গে তার মায়ের বাকবিতণ্ডা হয়। এ অবস্থায় বাবা আশরাফ আলী এগিয়ে এলে পাশে থাকা কোদাল দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আশরাফ।

২৯ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন