তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক-বালিকা) কুমিল্লা জেলা পর্যায়ের উদ্বোধন হয়েছে। প্রথম দিনে মোট ১৬টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯ টায় কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সৈয়দ
প্রথম দিনের খেলায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথম দিনের খেলায় প্রথম রাউন্ডে চৌদ্দগ্রাম বালক দল ৫-২ গোলে লালমাই বালক দলকে হারিয়েছে। লালমাই বালিকা দল ৩-২ গোলে চৌদ্দগ্রাম বালিকা দলকে হারিয়েছে। চান্দিনা বালক দল ৫-৪ গোলে লাকসাম বালক দলকে হারিয়েছে। চান্দিনা বালিকা দল ৪-১ গোলে লাকসাম বালিকা দলকে হারিয়েছে। বি পাড়া বালক দল ২-০ গোলে সদর দক্ষিণ বালক দলকে হারিয়েছে। বি পাড়া বালিকা দল ৪-৩ গোলে সদর দক্ষিণ বালিকা দলকে হারিয়েছে। তিতাস বালক দল ৪-৩ গোলে বুড়িচং বালক দলকে হারিয়েছে এবং বুড়িচং বালিকা দল ১-০ গোলে তিতাস বালিকা দলকে হারিয়েছে।
দ্বিতীয় রাউন্ডে চৌদ্দগ্রাম বালক দল ৩-১ গোলে চান্দিনা বালক দলকে হারিয়েছে। লালমাই বালিকা দল ৭-৬ গোলে চান্দিনা বালিকা দলকে হারিয়েছে। তিতাস বালক দল ৭-৬ গোলে বি পাড়া বালক দলকে হারিয়েছে এবং বি পাড়া বালিকা দল ৫-৩ গোলে বুড়িচং বালিকা দলকে হারিয়েছে।
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫