Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পেলেন ব্র্যাডবার্ন

স্পোর্টস ডেস্ক :
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

গ্র্যান্ড ব্র্যাডবার্নকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন তিনি।

ব্র্যাডবার্নকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে পিসিবির সভাপতি নামাজ শেঠি বলেছেন, ‘গ্র্যান্ট ব্র্যাডবার্নকে আমাদের পুরুষদের দলের কোচ নিয়োগ দিতে পেরে আমি আনন্দিত। ব্র্যাডবার্ন অভিজ্ঞতার ভান্ডার নিয়ে দলের সঙ্গে যুক্ত হবেন। আমাদের পুরুষ দলের সঙ্গে এবং ন্যাশনাল

ক্রিকেট একাডেমির সঙ্গে আগের কাজের অভিজ্ঞতার কারণে তিনি আমাদের ক্রিকেটসংস্কৃতি এবং দর্শনকে ভালোভাবে বুঝতে পারেন। আর দলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তিনি যোগ্য ব্যক্তি।’

সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলে পাকিস্তান। সেই সিরিজে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছিলেন ব্র্যাডবার্ন। সেই সিরিজে ওয়নাডেতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে বাবর আজমের দল। আর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ড্র হয় ২–২ ব্যবধানে।

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্র্যাডবার্ন ২০১৮ সালে পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ২০২০ সাল পর্যন্ত ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।

১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন