Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

আন্তর্জাতিক ক্রীড়া দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও প্রীতি ক্রিকেট ম্যাচ

স্টাফ রিপোর্টার:
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো


জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে।

রবিবার ( ৬ এপ্রিল) সকালে কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই দিবসের উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা

জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, সাবেক কোষাধ্যক্ষ শেখ সোহরাব উদ্দিন রাজিব, আল-আমিন সরকার, কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা ন্যান্সি মোকলেসুর রহমান আবু, কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস প্রমূখ।

উদ্বোধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে এ দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন