পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে আরও ছয় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে হজে গিয়ে সর্বমোট ১৭ হজযাত্রীর ইন্তেকাল করলেন। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও তিনজন নারী।
এছাড়া নতুন করে আরও ৭৯ হাজার ৪৪ হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯,৩৮৬ জন আর বেসরকারিভাবে গেছেন ৬৯ হাজার ৬৫৮ জন।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স,
হজ বুলেটিনে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার (মক্কায়) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ মেডিকেল টিমের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ এবং চিকিৎসক দলের দলনেতাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫