Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

প্রবাসের খবর

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ আটক ১৩৪ অভিবাসী

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো




মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি শপিং মলে অভিযান চালিয়ে ২৬ বাংলাদেশিসহ ১৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। গত শনিবার (১৭ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে এ অভিযান শুরু হয়। ইমিগ্রেশনের উপমহাপরিচালক (অপারেশনস) তুয়ান জাফরি বিন এমবোক তাহাসহ পুত্রাজায়ার নেতৃত্বে ইমিগ্রেশন সদর দপ্তরের ১০৬ জন কর্মকর্তা এ অভিযানে অংশ নেন।


ইমিগ্রেশন বিভাগের

বরাত দিয়ে জানানো হয়, অভিযানে মোট ৯৬৪ জনকে চেক করা হয়, যাদের মধ্যে ১৪৩ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, সিরিয়া, নেপাল, আফগানিস্তান ও চীনের নাগরিক রয়েছেন। তাদের বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে।


পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, আটকদের অনেকেরই মালয়েশিয়ায় বৈধ ভিসা নেই। কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে দেশটিতে অবস্থান করছিলেন, আবার কেউ ভিসার শর্ত ভঙ্গ করেছেন। তাদের তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অভিবাসন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।


মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, তারা দেশের অভিবাসন আইন ভঙ্গকারী বিদেশি নাগরিকদের শনাক্তকরণ, গ্রেফতার, বিচার ও দেশ থেকে বহিষ্কারের জন্য নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাবে।

৪ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন