কুয়েতে প্রবাস বাংলা মিডিয়ার উদ্যোগে বাংলা ভাষার চর্চা ও শিক্ষাদানে অবদান রাখায় বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ই ফেব্রুয়ারি কুয়েত সিটির রাজধানী হোটেলে প্রবাস বাংলা মিডিয়ার উদ্যোগে সম্পাদক আ ক ম আজাদের সভাপতিত্বে ব্যবস্থাপনা সম্পাদক আমির হোসেন মজুমদারের পরিচালনায় বাংলা ভাষার চর্চা ও শিক্ষাদানে অবদান রাখায় বিশেষ সম্মাননা প্রদান
করা হয় ।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উপদেষ্টা প্রকৌশলী মো: ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো: রুহুল আমিন নুর, ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর, মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার প্রমুখ।
'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪" উপলক্ষে কুয়েতে শিক্ষাদানে- মাওলানা মুস্তাকুর রহমান, শিক্ষানুরাগী - আলহাজ মোঃ শওকত আলী, সংস্কৃতিতে- এ কে এম শামসুদ্দোহা, লেখক ও সাংবাদিক- আল-আমিন রানা, কবিতায়- কবি সঞ্জীব চন্দ্র ভদ্র কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫