Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

প্রবাসের খবর

পাঁচ মাসে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৭৮৯ জন

ডেস্ক রিপোর্ট:
১৭ ঘন্টা আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো




মালয়েশিয়ার আইন-শৃঙ্খলা বাহিনী গত পাঁচ মাসে বাংলাদেশিসহ মোট ১,৭৮৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। এ সময়ে ৬৮ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে।


বুধবার (২১ মে) কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত বিভিন্ন অভিযানে এ অবৈধ অভিবাসীদের আটক করা হয়।


অভিবাসন

বিভাগের পরিচালক জানান, ২৭২টি অভিযানে আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার নাগরিক। এরপরই রয়েছে বাংলাদেশ, মিয়ানমার ও পাকিস্তানের নাগরিকরা। এ সময়ে ৪৫ লাখ ৯০ হাজার রিঙ্গিত জরিমানা আদায় করা হয়েছে।


তিনি আরও জানান, এই সময়ে মোট ৩,৫৮৭ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে অবৈধভাবে অবস্থান করায় ১,৭৮৯ জনকে আটক করা হয়েছে।


আটককৃত নিয়োগকর্তাদের মধ্যে মালয়েশীয় ও বিদেশি নাগরিক উভয়ই রয়েছেন। তাদের বিরুদ্ধে নথিপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং ভিসার অপব্যবহারসহ নানা অভিযোগে ১,৫৫১টি তদন্ত শুরু করা হয়েছে।

১৭ ঘন্টা আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন