আমিরের ভাগ্নে ইমরান খান। বলিউডে এসেই বাজিমাত করেছিলেন এই নায়ক। যদিও শেষ পর্যন্ত তা আর ধরে রাখতে পারেননি তিনি। এজন্যই হয়তো অল্পতেই ক্যারিয়ার শেষ করেন ইমরান।
বলিউডের ক্যারিয়ার ইমরানকে খ্যাতি বা সাফল্য না দিলেও মোটামুটি যশ এনে দিয়েছিল। তবে যত টাকাই থাকুক না কেন, এক দিন সেই টাকাও ফুরিয়ে যায়। তেমনই হয় ইমরানের সঙ্গে।
ফিল্মি দুনিয়া থেকে মুখ ফেরাতেই ইমরানের
জীবন থেকে চলে গেল বান্দ্রার বিলাসবহুল বাংলো, ফেরারি গাড়ি। শুধু তা-ই নয়, ইমরানের সঙ্গে সম্পর্ক শেষ করলেন স্ত্রী অবন্তিকা মালিকও। এ যেন এক ‘শনির দশা’য় পতিত হন তিনি।আমির-কন্যার আইরা খানের বিয়েতে পরেন ১০ বছরের পুরানো স্যুট। একটা লম্বা বিরতির পর খুব শিগগিরই অভিনয়ে ফিরবেন ইমরান। ইতোমধ্যে শুরু করে দিয়েছেন সেই প্রস্তুতিও।
ইমরান জানান, এসব তিনি স্বেচ্ছায় করেছেন। চেয়েছিলেন নিজের গোটা সময়টা মেয়ে ইমারাকে দিতে। নিজেকে আরও ভালো মানুষ হিসেবে দেখতে চেয়েছিলেন। সেই কারণে ত্যাগ করেন জাগতিক সুখ ও বিলাস।
‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ইমরান খানের। এরপর তার বেশ কিছু সিনেমা আসতেও থাকে। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রানাউত, সোনম কাপুর, কারিনা কাপুর খান— সবার সঙ্গে কাজ করেছেন। কিন্তু বিশেষ লাভ হয়নি। পরপর ব্যর্থতায় অবশেষে বলিউড থেকে মুখ ফেরান ইমরান।
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫