Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

ফরাসি প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙার বড় ঘোষণা মল্লিকার

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বলিউডের সেনসেশন মল্লিকা শেরওয়াত তাঁর ফরাসি প্রেমিক সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন। অভিনেত্রী নিজেই সম্প্রতি এই সম্পর্কের অবসানের কথা ঘোষণা করেছেন।


বছর শেষে একের পর এক বিচ্ছেদের খবরে বলিউড ইন্ডাস্ট্রি হতাশ। কী কারণে সম্পর্ক ভেঙেছে, এ বিষয়ে মল্লিকা জানিয়েছেন যে, তিনি আর ভরসা করতে পারছেন না। তবে এর বাইরে আর কিছুই তিনি জানাতে চাননি।


মল্লিকা

শেরওয়াত বলেন, "সময় এতটাই জটিল যে, ভরসা করার মতো চওড়া কাঁধ পাওয়া সত্যিই মুশকিল।" সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে ফরাসি প্রেমিক সিরিলের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি।


২০১৬ থেকে ২০২৪— আট বছর ধরে সিরিলের সঙ্গে সম্পর্ক ছিল মল্লিকার। সম্পর্কের সময় তিনি প্রায়ই বলতেন যে, তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।


সম্প্রতি মল্লিকা শেরওয়াত "ভিকি বিদ্যা কা উওওয়ালা ভিডিও" ছবির মাধ্যমে বলিউডে ফিরেছেন। তার পর থেকে একাধিক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি এখন একা। প্রেম ভেঙে গেছে। সাংবাদিকদের বলেন, "আমাদের সম্পর্ক খুবই গভীর ছিল, কিন্তু আচমকা তাতে দাঁড়ি পড়ায় আমি ভেঙে পড়েছি। এখন আমি খুব একা।" এছাড়া তিনি জানালেন, বর্তমানে ভরসা করার মতো যোগ্য মানুষের সংখ্যা ক্রমশ কমছে।


এখন, মল্লিকা নতুন সম্পর্ক বা বিয়ে নিয়ে কী ভাবছেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, "বিয়েতে বিশ্বাস করি, তবে এখনই এসব বিষয়ে আমি উদাসীন। এখন নতুন করে প্রেম বা সম্পর্কে জড়ানোর কোনও পরিকল্পনা নেই।"

২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন