এইবার টলিউডে পা রাখতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শরমন যোশী। প্রথমবারের মতো তিনি অভিনয় করতে চলেছেন একটি বাংলা সিনেমায়। তার বিপরীতে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করছেন এম এন রাজ এবং প্রযোজনা করছে মেহর এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস, হিমানি ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলা চলচ্চিত্রে
বলিউড তারকারা সাধারণত কমই দেখা যায়। সেই দিক থেকে শরমন যোশীর আগমন টলিউডে এক নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন অনেকে। প্রেম, বন্ধুত্ব এবং সংসার জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।পরিচালক এম এন রাজ জানিয়েছেন, ‘বর্তমানে বড় পর্দায় বাঙালিয়ানা ফুটিয়ে তোলার প্রবণতা দেখা যাচ্ছে। তাই আমি ভেবেছি, এই সময়ে একটি প্রেমের গল্প বলা জরুরি। এতে কলেজজীবনের প্রেম, বৈবাহিক সম্পর্ক এবং বন্ধুত্ব—সবকিছুরই ছোঁয়া থাকবে।’
চরিত্র নিয়ে দারুণ উৎসাহী অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। তার ভাষায়, ‘চরিত্রটি চ্যালেঞ্জিং ও অসাধারণ। শরমন যোশীর মতো অভিজ্ঞ অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়।’
এছাড়া ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা খাইরুল বাসারকে। শোনা যাচ্ছে, বাংলাদেশের একজন খ্যাতনামা অভিনেত্রীকেও যুক্ত করা হতে পারে এই প্রজেক্টে। সিনেমাটির শুটিং দার্জিলিং ও মুর্শিদাবাদে হওয়ার পরিকল্পনা রয়েছে।
১৩ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫