Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

সাইফ আলি খানের হামলাকারী যে বাংলাদেশি, এমন কোনো প্রমাণ নেই: আইনজীবী

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের সময় মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। পুলিশ দাবি করেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি বাংলাদেশি নাগরিক হতে পারেন।


তবে অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন, “মোহাম্মদ শরিফুল ইসলাম বাংলাদেশি নাগরিক হওয়ার কোনো প্রমাণ নেই। বরং তিনি তার পরিবারসহ সাত বছরেরও

বেশি সময় ধরে মুম্বাইয়ে বসবাস করছেন।”


এদিকে, মুম্বাইয়ের একটি আদালতে শেহজাদকে তোলার পর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে ও আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শেহজাদকে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, তিনি ছয় মাস আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। তবে শেহজাদের আইনজীবী সন্দ্বীপ শেখানি এই অভিযোগের প্রতিবাদ করেছেন।


আইনজীবী সন্দ্বীপ বলেন, “শেহজাদকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আদালত পুলিশকে এই সময়ের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। তবে পুলিশের দাবির মতো শেহজাদ ছয় মাস আগে ভারতে এসেছেন এমন কোনো প্রমাণ নেই। এটি ভারতীয় দণ্ডবিধির ৪৩-এ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। কারণ, এই মামলায় সঠিক তদন্ত করা হয়নি।”


আইনজীবী আরও বলেন, “মামলায় অনেক ফাঁক-ফোকর রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী নোটিশ জারি হয়নি। পুলিশি হেফাজতের সময় রিমান্ড কপি বা এফআইআর কপিতে জীবনের হুমকি বা হত্যার হুমকির কোনো উল্লেখ নেই। তবুও এই ধারাগুলো যুক্ত করা হয়েছে। এই ঘটনার মধ্যে হত্যার কোনো উদ্দেশ্য ছিল না।”


উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে সাইফ আলি খানের বাড়িতে ডাকাতি করতে প্রবেশ করেন শেহজাদ। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে সাইফ আলি খানকে একাধিকবার ছুরিকাঘাত করেন তিনি, যার ফলে সাইফ আলি খানের ঘাড় এবং মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে।

২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন