Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বিনোদন

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে শুক্রবার, মে ২, ২০২৫
# ফাইল ফটো




ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বুধবার (২৩ এপ্রিল) এ আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।


মঙ্গলবার (২২ এপ্রিল) আদালত শাওনের বিরুদ্ধে এ আদেশ দেন। তার সৎ মা নিশি ইসলামের করা মামলায় এই রায় এসেছে। মামলায় অভিযোগ করা হয়েছে, শাওন তার বাবা ও সৎ মাকে শারীরিকভাবে নির্যাতন

করেছেন। এ মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে।


আদালতে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য হাজির হয়ে অভিযোগ স্বীকার করে জানান, তৎকালীন ওসির নির্দেশে তারা নিশি ইসলামকে আটক ও নির্যাতন করেছেন। তবে শাওন, ডিবি হারুন ও অন্যান্য আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।


বাদী নিশি ইসলাম আদালতের এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, "আমরা চাই আসামিরা শাস্তি পাক। শাওন এই মামলায় তার প্রভাব খাটিয়েছে। সে আমাদের মারধর করেছে।"


গত বছর শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ায় বিয়ের বিজ্ঞাপন দেন। সেখানেই নিশি ইসলামের সঙ্গে তার পরিচয় ও বিয়ে হয়। নিশির অভিযোগ, বাবার এই বিয়ের খবর জানার পর শাওন তাকে ও তার বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। এছাড়া, শাওন তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নিশিকে ৬ মাস জেলে আটকিয়ে রাখেন।


আরও অভিযোগ রয়েছে, শাওন তার বাবাকে মানসিকভাবে অসুস্থ বলে চালিয়ে দীর্ঘদিন একটি মানসিক হাসপাতালে আটকে রেখেছিলেন। নিশি ইসলামের দাবি, শাওনের অন্যান্য ভাইবোনও এই ঘটনায় জড়িত।


এখন আদালতের গ্রেফতারি পরোয়ানার পর শাওন ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কী হয়, তা দেখার বিষয় হয়ে থাকল।

৯ দিন আগে শুক্রবার, মে ২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন