Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

অটোচালক ভজনের জন্য মিকা সিংয়ের বড় অঙ্কের পুরস্কার ঘোষণা

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বলিউড সুপারস্টার সাইফ আলি খানের প্রাণ বাঁচিয়ে, বর্তমানে মুম্বাইয়ের ‘হিরো’ হিসেবে পরিচিত ভজন সিং রানা। তিনি যে সাহসিকতার সাথে সাইফকে সাহায্য করেছিলেন, তা মায়ানগরীসহ বলিপাড়ার অন্দরেও ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।


ভজন সিং রানার সাহসিকতা নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। যদিও সাইফের ‘ছোটে নবাব’কে দুঃসময়ে সাহায্য করার জন্য ভজনকে এখনও কোনও পুরস্কার

দেওয়া হয়নি। তবে এবার সেই সাহসী অটোচালককে ১১ লাখ টাকা পুরস্কার দেওয়ার দাবি তুলেছেন গায়ক মিকা সিং।


মিকা সিং নিজেও ভজন সিং রানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। গায়ক তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আমি মনেপ্রাণে বিশ্বাস করি, সাইফ আলি খানের প্রাণ বাঁচানোর জন্য ভজন সিং রানার ১১ লাখ টাকার পুরস্কার প্রাপ্য। তার হিরোসুলভ এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। যদি সম্ভব হয়, কেউ দয়া করে তার যোগাযোগ নম্বর আমাকে পাঠাতে পারবেন? আমি নিজেই তাকে ১ লাখ টাকা পুরস্কার দিতে চাই।”


বলিউড মাধ্যম সূত্রে জানা গেছে, সাইফ আলি খানের পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ভজন সিং রানাকে ১১ হাজার টাকা দেওয়া হয়েছে।


উল্লেখযোগ্য যে, সাইফ আলি খানের ওপর হামলার পর, ভজন সিং রানা তার প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন। গত বৃহস্পতিবার ভোর রাতে, হামলাকারীর ছুরির আঘাতে আহত সাইফ যখন নিজ বাড়ির সামনে অটো খুঁজছিলেন, তখনই সেখানে হাজির হন ভজন সিং রানা। তিনি সাইফের নাম বা পরিচয় কিছু না জেনেই তাকে নিয়ে ছুটে যান হাসপাতালে।


চিকিৎসা শেষে মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফেরেন সাইফ, কিন্তু তার বাড়ি ফেরার আগে, সাইফ ও তার পরিবার ভজন সিং রানাকে হাসপাতালে ডেকে নিয়ে তার সাহসিকতার জন্য তাকে বুকে টেনে নেন এবং ধন্যবাদ জানান।

২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন