বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি পরিবারের সঙ্গে ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন তিনি। গত ৮ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিজেই শেয়ার করেন নিলয়। তবে ওমরাহ পালনের খবর জানানো পর থেকেই নেটিজেনদের বেশ কিছু নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হচ্ছেন তিনি। এ বিষয়টি নিয়ে বেশ বিরক্ত
হয়েছেন নিলয়।শনিবার (১১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে আরেকটি স্ট্যাটাস দেন এই অভিনেতা। পাঠকদের জন্য নিলয়ের সেই পোস্টটি তুলে ধরা হলো—
নিলয় আলমগীর লিখেছেন— এর আগেও আমি অনেক দেশে গেছি। ছবি পোস্ট করেছি। এমনকি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি। কিন্তু এত বাজে কমেন্টস আসেনি। মক্কাতে এসে ছবি দিলেই যত বাজে কমেন্টস আসা শুরু করে।
তিনি আরও বলেন, কারণটা কি কিছুই বুঝতে পারলাম না। পবিত্র নগরীতে এসেছি। ছবি দেখে ভালো লাগলে ভালো কমেন্টস করবেন, ভালো না লাগলে এড়িয়ে যাবেন। আল্লাহ আমাকে এই পবিত্র জায়গায় দ্বিতীয়বারের মতো আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
নিলয় আলমগীর বলেন, আল্লাহ যদি তৌফিক দেন আবার আসব, বারবার আসব। আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে আপনিও আসতে পারেন এখানে। আল্লাহ কোনটা কবুল করবেন আর কোনটা করবেন না, সেটা আল্লাহই ভালো জানেন। এ অভিনেতা বলেন, বাজে কমেন্টসগুলো আপনার জীবনের হতাশার বহিঃপ্রকাশ মাত্র। হিংসা থেকে দূরে থাকবেন জীবন সুন্দর হবে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি আরেকটি ফেসবুক স্ট্যাটাসে নিলয় লিখেছিলেন— আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ভক্ত হয়েছেন। এখন আবার আমাকে বলছেন— নাটক ছেড়ে দিতে। কিছুই তো বুঝতেছি না। আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটি তো করবেন না। অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন, তাহলে নতুন নাটকও হবে না।
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫