বলিউড ভাইজান সালমান খানের ক্যারিয়ারের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র ‘বাজরাঙ্গি ভাইজান’। সিনেমাটি ওই বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা তকমা পায়। বিশ্বব্যাপী ৪৪৫ কোটি রুপি আয় করে নেয় এটি। সেইসাথে মন জয় করে দর্শক থেকে সমালোচকদের।
২০২১ সালে নিজের জন্মদিনে সালমান খান ঘোষণা দিয়েছিলেন যে তিনি বাজরাঙ্গি ভাইজানের সিক্যুয়েল আনবেন। সিনিয়র লেখক বিজয়েন্দ্র প্রসাদ এর আগে ইটাইমসকে নিশ্চিত
এবার শোনা যাচ্ছে, ‘বাজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়াল ‘পবন পুত্র ভাইজান’-এ অভিনয় করবেন পূজা হেগড়ে। কবির খানের পরিচালনায় ‘বাজরঙ্গি ভাইজান’-এ সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন কারিনা কাপুর। তবে পবন পুত্রতে পূজা কারিনা কাপুরের বদলে অভিনয় করবেন নাকি অন্য কোনো চরিত্রে অভিনয় করবেন, সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমান ‘পবন পুত্র ভাইজান’-এ কারিনা কাপুরের জায়গায় পূজা হেগড়েকে নিয়ে আসছেন। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কিছু নিশ্চিত করা হয়নি।
২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫