নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটের বিখ্যাত মেট গালা ইভেন্টে এবার ধূমকেতুর মতো আলো ছড়ালেন শাহরুখ খান। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে এই বিলাসবহুল ফ্যাশন ইভেন্টে অংশ নিয়ে তিনি তৈরি করলেন এক অনন্য রেকর্ড।
শাহরুখ খান মেট গালার রেড কার্পেটে হাজির হয়েছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা এক অসাধারণ পোশাকে। কালো স্যুট, কোমরবন্ধ, কালো সিল্কের শার্ট এবং
টেলকোট পরিহিত শাহরুখের হাতে ছিল একটি ছড়ি। তার আঙুলে শোভা পাচ্ছিল নানান রকমের গয়না, আর গলায় ঝুলছিল একটি হার ও 'K' অক্ষর খচিত পেনডেন্ট, যা সবাইকে আকর্ষণ করেছিল।এই বিশেষ পোশাকের নকশা তৈরি করেছেন ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। গত বছর তার ডিজাইন করা শাড়িতে মেট গালায় আলিয়া ভাটের পর এবার শাহরুখ খানকে নিয়ে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে সাড়া ফেলেছেন তিনি। শাহরুখের এই লুক বিশ্বজুড়ে ফ্যাশনপ্রেমীদের মুগ্ধ করেছে।
মেট গালা বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও বিখ্যাত ফ্যাশন ইভেন্টগুলোর মধ্যে একটি, যেখানে বিশ্বের নামীদামী ডিজাইনার, মডেল ও সেলিব্রিটিদের সমাগম হয়। এবার সেখানে শাহরুখ খানের উপস্থিতি ফ্যাশন জগতে নতুন মাত্রা যোগ করেছে।
ইভেন্টের আগে থেকেই শাহরুখের উপস্থিতি নিয়ে উত্তেজনা ছিল চরমে। তিনি রোববারই নিউইয়র্কে পৌঁছে গিয়েছিলেন। রেড কার্পেটে হাঁটার সময় তার হাতে ছিল বাঘের মুখ আঁকা একটি দামি ছড়ি, যা সোনায় মোড়া বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সব্যসাচী।
শাহরুখ খানের গলায় 'K' অক্ষরের পেনডেন্টটি ছিল বিশেষভাবে নজরকাড়া, যা রাজকীয় প্রতীক হিসেবে পরিচিত। সব্যসাচী মুখোপাধ্যায় বলেছেন, শাহরুখ তার ডিজাইনকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে শাহরুখ খান আবারও প্রমাণ করলেন, তিনি শুধু বলিউডের নন, বিশ্বের বাদশা।
১ দিন আগে বুধবার, মে ৭, ২০২৫