Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, জুলাই ২৫, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

বিশ্ব

অনলাইনে শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি, ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

ডেস্ক রিপোর্ট:
২৫ দিন আগে শুক্রবার, জুলাই ২৫, ২০২৫
# ফাইল ফটো

অনলাইনে শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির বিষয়ে মার্কিন কংগ্রেসের শুনানির সময় ক্ষতিগ্রস্ত বাবা-মায়েদের কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন নিপীড়ন বা হয়রানির শিকার হয়ে মারা যাওয়া সন্তানদের ছবি নিয়ে সিনেট ফ্লোরে এসেছিলেন বাবা-মায়েরা।


বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার

মার্কিন কংগ্রেসে ‘বিগ টেক অ্যান্ড দ্য অনলাইন চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন ক্রাইসিস’ শীর্ষক শুনানিতে পাঁচজন প্রধান নির্বাহীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা হলেন- মেটার মার্ক জাকারবার্গ, এক্স (সাবেক টুইটার)-এর লিন্ডা ইয়াকারিনো, টিকটকের শো জি চিউ, স্ন্যাপের ইভান স্পিগেল এবং ডিসকর্ডের জেসন সিট্রন।


এ সময় সেখানে উপস্থিত বাবা-মায়েদের উদ্দেশে মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, আপনারা যা কিছুর মধ্য দিয়ে গেছেন, এ জন্য আমি দুঃখিত। আপনাদের পরিবার যে ক্ষতির শিকার হয়েছে, এ রকম হওয়া উচিত নয়।

 

জাকারবার্গ এরপর মেটা ও ফেসবুকের পরিচালকদের দিকে তাকিয়ে বলেন, এসব পরিবার যে কষ্ট ভোগ করছেন, আর কোনো পরিবার যেন এ পরিস্থিতির মধ্য দিয়ে না যায়।

 

মার্কিন জনপ্রতিনিধিদের অভিযোগ, বড় প্রযুক্তি কোম্পানিগুলো অনলাইনে যৌন হয়রানি থেকে শিশুদের রক্ষায় যথেষ্ট ভূমিকা রাখছে না। তারা আরও কঠোর আইন চান। একই সঙ্গে এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপ বিষয়ে নির্বাহীদের কাছ থেকে ব্যাখ্যা চান মার্কিন জনপ্রতিনিধিরা।

২৫ দিন আগে শুক্রবার, জুলাই ২৫, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন