ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করা হয়েছে। তিনি আগে লেবাননের প্রতিরোধযোদ্ধা সংগঠনটির উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রয়টার্সের বরাতে এই খবর প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, দলের নীতিমালা ও লক্ষ্যের প্রতি শেখ নাইম কাসেমের আনুগত্যের
কারণে তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহর শূরা কাউন্সিল শেখ নাইম কাসেমকে মহাসচিব পদে নির্বাচিত করতে সম্মত হয়েছে। তিনি এই মহৎ দায়িত্ব পালনে হিজবুল্লাহ ও ইসলামিক প্রতিরোধের পতাকা বহন করবেন এবং আল্লাহর কাছে দিকনির্দেশনা কামনা করবেন।
গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি বিমান হামলায় লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহ সদরদপ্তরে হাসান নাসরুল্লাহ নিহত হন। তার মৃত্যুর বিষয়টি ২৮ সেপ্টেম্বর হিজবুল্লাহ নিশ্চিত করে। তিনি প্রায় ৩২ বছর হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নাসরুল্লাহ নিহত হওয়ার পর হিজবুল্লাহর পরবর্তী নেতা হিসেবে হাসেম সাফিয়েদ্দিনের নাম আলোচনায় আসে। তিনি হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান এবং সংগঠনটির রাজনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করতেন। তিনি জিহাদ কাউন্সিলের সদস্য ছিলেন, যা হিজবুল্লাহর সামরিক কার্যক্রম পরিচালনা করে।
হাসেম সাফিয়েদ্দিন ছিলেন হাসান নাসরুল্লাহর চাচাতো ভাই এবং একজন ধর্মীয় নেতা। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বংশধর হিসেবে তিনি ঐতিহ্যবাহী কালো পাগড়ি পরতেন। তবে তিন সপ্তাহ আগে ইসরায়েলের একটি বিমান হামলায় তিনি নিহত হন, যা পরে ইসরায়েল ও হিজবুল্লাহ নিশ্চিত করে।
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫