ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে ভয়াবহ ট্যাংকার ট্রাক বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছে। এ দুর্ঘটনা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শনিবার ঘটে।
শুরুতে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণটি ঘটে তখন, যখন কিছু লোক ক্ষতিগ্রস্ত ট্রাক থেকে
জ্বালানি সংগ্রহের চেষ্টা করছিল।আহতদের পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মিরাগোয়ানের সেন্ট থেরেসে হাসপাতালে নেওয়া হয়েছে।
হাইতির নাগরিক সুরক্ষা সংস্থার জাতীয় প্রধান ইমানুয়েল পিয়েরে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী গ্যারি কনিল এ দুর্ঘটনা নিয়ে একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছেন।
প্রধানমন্ত্রী গ্যারি কনিল ইতোমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, কিছু গুরুতর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, "যা দেখেছি তা এক ভয়াবহ দৃশ্য। উদ্ধারকারী দল আহতদের জীবন বাঁচাতে কঠোর পরিশ্রম করছে।" এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
হাইতি দীর্ঘদিন ধরে অস্থিতিশীলতায় ভুগছে, যেখানে রাজধানী কার্যত অপরাধী চক্রের নিয়ন্ত্রণে রয়েছে। গত ৫ সেপ্টেম্বর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আকস্মিক সফরে হাইতি গিয়ে দেশটির জন্য ৪৫ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেন। তিনি সেখানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।
৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫