Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

পিএসএল অভিষেকের আগেই দেশে ফিরছেন লিটন দাস

ডেস্ক রিপোর্ট:
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




করাচি কিংসের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কথা ছিল বাংলাদেশি ব্যাটার লিটন দাসের। আজ মুলতান সুলতান্সের বিপক্ষে প্রথম ম্যাচে তার অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল। তবে চোটের কারণে তাকে টুর্নামেন্ট ছাড়তে হচ্ছে, অভিষেকের আগেই।


গতকাল অনুশীলনকালে লিটন একাধিক আঙুলে চোট পান। পরীক্ষায় ধরা পড়েছে হেয়ারলাইন ফ্র্যাকচার, যা থেকে সেরে উঠতে তাকে কমপক্ষে দুই সপ্তাহ সময়

লাগবে। এ কারণে তার পিএসএল ক্যারিয়ার এবার আর শুরুই হলো না।


লিটন ইতোমধ্যে করাচির ক্যাম্প ছেড়ে দিয়েছেন এবং শীঘ্রই দেশে ফিরে আসবেন। তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।


৩০ বছর বয়সী এই ব্যাটার এর আগে এলপিএল, আইপিএল এবং সিপিএলে খেলেছেন। পিএসএলে এটিই ছিল তার প্রথম অংশগ্রহণের সুযোগ। বিসিবির কাছ থেকে পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্রও পেয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত চোট তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করল।


সদ্য প্রকাশিত এক সাক্ষাৎকারে লিটন বলেছিলেন, "আমি নিজেকে আনলাকি প্লেয়ার ভাবি।" সেই কথাই যেন সত্যি হলো—অভিষেকের আগেই তাকে ফিরে আসতে হলো চোটের কারণে। তার দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না।

৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন