মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
শনিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টার দিকে রাজ্যের তানাইং শহরের একটি মার্কেটে এই হামলার ঘটনা ঘটে। পরদিন রোববার (১২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ)।
বার্তা
সংস্থা এএফপিকে কেআইএ'র মুখপাত্র জানান, হামলায় হতাহতদের সবাই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে স্বর্ণখনির শ্রমিক ও স্থানীয় দোকানদার রয়েছেন।স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, বোমা হামলায় একটি বড় গর্ত তৈরি হয়েছে। বোমার আঘাতে আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খ্রিস্টান অধ্যুষিত কাচিন রাজ্যের বড় অংশই এখন কেআইএর নিয়ন্ত্রণে। এখানে বিশ্বের সবচেয়ে বড় রত্নপাথরের খনি রয়েছে।
মিয়ানমারে ২০২১ সালে অভ্যুত্থানের পর অন্যান্য রাজ্যের মতো কাচিনেও জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই শুরু হয়।
অন্যদিকে, পৃথক আরেকটি ঘটনার বিষয়ে আরাকান আর্মি জানিয়েছে, শনিবার রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি বাজারে তিনটি হামলায় কমপক্ষে ১৫টি বোমা ফেলেছে জান্তা বাহিনী। এতে বেশ কয়েকজন বেসামরিক হতাহত হয়েছেন তবে তাদের নির্দিষ্ট সংখ্যা এখনও যাচাই করা সম্ভব হয়নি।
৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫