Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বেলারুশের গণতন্ত্রকামী বিরোধী দলের নেত্রীকে ১৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

বেলারুশের বিরোধী দলীয় নেত্রী সভেতলানা তিখানভস্কায়াকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহ এবং ক্ষমতা দখলের ষড়যন্ত্রের দায়ে দেশটির একটি আদালত সোমবার এই কারাদণ্ডের রায় দেয়। বেলারুশিয়ান এই বিরোধী নেত্রী বর্তমানে নির্বাসিত রয়েছেন। তার অনুপস্থিতিতেই আদালত এই রায় ঘোষণা করে। বেলারুশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানোর জন্যই এই শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন

তিনি।

সভেতলানা তিখানভস্কায়া (৪০) ইংরেজির সাবেক একজন শিক্ষক। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার পর তিনি প্রতিবেশী লিথুয়ানিয়ায় পালিয়ে যান। ওই নির্বাচনে লুকাশেঙ্কো কারচুপি করে বিজয়ী হয়েছিলেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো বিক্ষোভকারীদের ওপর নির্বাচনের সময় নৃশংস দমনপীড়ন চালান, একইসঙ্গে বিরোধীদের বিরুদ্ধে সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনেন। ওই সময় বেলারুশের প্রধান বিরোধী ব্যক্তিত্ব ও কর্মীদের গ্রেফতার করা হয় এবং অনেকে দেশ ছেড়ে পালিয়ে যান।

আদালতের রায় নিয়ে কথা বলেছেন সভেতলানা তিখানভস্কায়া। এক টুইটবার্তায় তিনি বলেছেন, ১৫ বছরের কারাদণ্ড। বেলারুশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রচেষ্টায় সরকার আমার কাজকে এভাবেই ‘পুরস্কৃত’ করেছে।’  তবে নিজের সাজা নিয়ে ভাবছেন না সভেতলানা তিখানভস্কায়া। তিনি বলেন, আমি হাজার হাজার নিরাপরাধ মানুষের কথা ভাবছি, যারা আটক রয়েছেন এবং প্রকৃতপক্ষে কারাগারে সাজাপ্রাপ্ত অবস্থায় রয়েছেন। তাদের প্রত্যেকের মুক্তি না হওয়া পর্যন্ত আমি থামব না।

১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন