Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা বেনিয়ামিন নেতানিয়াহুর

ডেস্ক রিপোর্ট:
১ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস-নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। হামাস কর্তৃক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের পর তিনি এই ঘোষণা দেন। আল জাজিরা ও রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।


আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে গাজায় হামলা আরও তীব্র করার

নির্দেশ দিয়েছেন।


শনিবার (১৯ এপ্রিল) রাতে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, "যুদ্ধের ভয়াবহ মূল্য দেওয়া সত্ত্বেও ইসরায়েলের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে। এ ছাড়া অন্য কোনো বিকল্প নেই।"


এদিকে, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি বাহিনী ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়েছে। শনিবার একদিনেই ইসরায়েলি হামলায় ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১৮ মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৫১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং লক্ষাধিক আহত হয়েছেন।


বার্তাসংস্থা এএফপির সামরিক সূত্রে জানা গেছে, ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে গাজার ১৮৫ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে, যা গাজা উপত্যকার মোট ভূমির প্রায় ৫০ শতাংশ।


এছাড়া, ইসরায়েলি সেনাবাহিনী গাজার বড় একটি অংশে "নিরাপত্তা অঞ্চল" তৈরি করার পাশাপাশি তিনটি কৌশলগত করিডর স্থাপন করেছে। এগুলো হলো— ফিলাডেলফি করিডর, মোরাগ করিডর ও নেতজারিম করিডর। এসব করিডর গাজাকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছে, যা ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণকে আরও সুদৃঢ় করছে।

১ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন