Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

মেসির হাতে বিশ্বকাপ দেখতে পারাটা আমার জন্যও আনন্দের: বেকহাম

স্পোর্টস ডেস্ক:
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

ডেভিড বেকহ্যাম যখন রিয়াল মাদ্রিদে খেলেন তখনই বার্সেলোনার জার্সি গায়ে উত্থান লিওনেল মেসির। একে অপরের বিপক্ষে অনেক ম্যাচ খেললেও কখনো একসঙ্গে খেলা হয়নি দুই তারকার। তবুও মেসিতে মুগ্ধ সাবেক ইংলিশ তারকা বেকহাম। জানালেন, বিভিন্ন কারণে আর্জেন্টাইন সুপারস্টারকে ভালোবাসেন তিনি।

২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেছেন ডেভিড বেকহ্যাম। স্প্যানিশ লা লিগায় লিওনেল মেসির

অভিষেক ২০০৪ সালে। অর্থাৎ, তিন বছর বেকহ্যামের বিপক্ষে এল ক্লাসিকোর লড়াই করেছেন মেসি। আর্জেন্টিনা অধিনায়কের বিপক্ষে নিজের সবশেষ ম্যাচটি বেকহ্যাম খেলেন পিএসজির হয়ে। মেসি তখন বার্সেলোনায় খেলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি প্রোগ্রাম স্পোর্টসসেন্টারে দেয়া সাক্ষাৎকারে মেসিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান বেকহ্যাম। ইংলিশ তারকাকে জিজ্ঞেস করা হয়, বর্তমান ফুটবলারদের মধ্যে কাকে বেছে নেবেন তিনি? বেকহ্যামের জবাব, ‘অবশ্যই আমি মেসিকে বেছে নেব।’

লিওনেল মেসির নানান গুণের কথা বলেন বেকহ্যাম, ‘আমি বিভিন্ন কারণে লিওকে ভালোবাসি। সে খুব ভালো একজন বাবা, দারুণ ব্যক্তিত্ব তার, খুব অসাধারণ একজন মানুষ সে।’ বেকহামের ভাষ্য, ব্যক্তি মেসির চেয়ে খেলোয়াড় মেসিকেই মানুষ বেশি পছন্দ করেন।

তিনি বলেন, ‘আমি মনে করি, তার খেলার ধরনের জন্যই মানুষ তাকে বেশি ভালোবাসে। সে আবেগ নিয়ে ফুটবল খেলে। স্বাধীনভাবে মাঠে বিচরণ করে।’

কাতার বিশ্বকাপ জিতে অমরত্ব পেয়েছেন লিওনেল মেসি। বোদ্ধাদের মতে, নিজের শেষ বিশ্বকাপটি খেলে ফেলেছেন সাত ব্যালন ডি’অরের মালিক। তাই বলা যায়, শেষটা শিরোপা জয়েই রাঙালেন মেসি।  বেকহ্যামের মতে, মেসি নিজের জন্য নয়, দল এবং দেশের জন্য চ্যাম্পিয়ন হয়েছেন। বেকহ্যাম বলেন, ‘আমি মনে করি, (বিশ্বকাপে) সে নিজের দলের জন্য খেলেছে, দেশের জন্য লড়েছে। বিশ্বকাপ জয় তার জন্য দুর্দান্ত মুহূর্ত ছিল। আর তার মতো খেলোয়াড়ের হাতে বিশ্বকাপ দেখতে পারাটা আমার জন্যও আনন্দের।’

১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন