নতুন বছরে ইন্টার মায়ামির জার্সি গায়ে প্রথমবার মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। তবে তার দল জয় তুলে নিতে পারেনি। রবিবার প্রীতি ম্যাচে ক্লাব আমেরিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।
যুক্তরাষ্ট্রের অ্যালিগ্যান্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই এগিয়ে ছিল ক্লাব আমেরিকা। ম্যাচের ৩১ মিনিটে হেনরি মার্টিনের গোলে তারা লিড নেয়।
তবে ৩ মিনিট পরই মেসি মায়ামিকে সমতায় ফেরান। লুইস সুয়ারেজের পাস থেকে বছরের প্রথম গোলটি করেন আর্জেন্টাইন তারকা। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আবারও লিড নেয় ক্লাব আমেরিকা। এবার গোল করেন ইসরায়েল রেইয়েস। ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো ৬৫ ও ৬৬ মিনিটে মেসি এবং সুয়ারেজকে মাঠ থেকে তুলে নেন।
ম্যাচের শেষ মুহূর্তে সমতায় ফেরে মায়ামি। ২০ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার টমাস আভিলেস গোল করে দলকে হার থেকে বাঁচান।
ম্যাচের পরিসংখ্যানেও আধিপত্য ছিল ক্লাব আমেরিকার। ৬৫ শতাংশ সময় বল তাদের নিয়ন্ত্রণে ছিল এবং তারা ১০টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে মায়ামি ৫টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পেরেছে।
আগামী ৩০ জানুয়ারি ইন্টার মায়ামি তাদের পরবর্তী প্রীতি ম্যাচে ইউনিভার্সিতারিওর মুখোমুখি হবে। ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম, তার আগে নিজেদের ঝালিয়ে নিতে এ ম্যাচগুলো খেলছে মেসির দল।
১৯ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫