ডেমোক্রেটরা সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ায় রিপাবলিকান দলের মধ্যে বিভক্তি দেখা যাচ্ছে। এই বাজে ফলাফলের জন্য একে অপরকে দায়ী করছেন রিপাবলিকান রাজনীতিবিদরা। সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচকরা নির্বাচনে ব্যর্থতার জন্য তাকেই দায়ী করছেন। অপরদিকে অন্য রিপাবলিকানরা তাদের সিনেট নেতা মিচ ম্যাককনেলকে দুষছেন।
এখনও হাউস অব রিপ্রেজেন্টিটিভের ফলাফল ঝুলে আছে। তবে তাতে
ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি বলেছেন, আমরা এসব ইতিহাস না বরঞ্চ আমাদের দল এবং প্রতিপক্ষের প্রতি নজর দিয়েছিলাম। ২০২৪ সালের নির্বাচনে বাইডেনকে ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে দেখতে চান পেলোসি। হোয়াইট হাউস থেকেও এখন বেশ জোরেসোরেই সেই ইঙ্গিত দেয়া হচ্ছে।
হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা আনিতা ডুন সিবিএস-কে জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন নিজেই তার সিদ্ধান্ত শিগগিরই জানাবেন। তিনি অন্যদের চিন্তা কিংবা পদক্ষেপ থেকে প্রভাবিত হবেন না। মধ্যবর্তী নির্বাচনের ফলাফল দলের জন্য ব্যাপক ফলপ্রসূ হয়েছে। তাই বাইডেন মনে করেন, তিনিই এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ ব্যক্তি। বিরোধী পক্ষে আগামী নির্বাচন করতে পারেন ডনাল্ড ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনেও এই দুই জনেরই প্রতিদ্বন্দ্বীতা হয়েছিল। আশা করা হচ্ছে, মঙ্গলবার নিজের প্রার্থীতার ঘোষণা দেবেন ট্রাম্প।
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫