Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

শিক্ষা

মাভাবিপ্রবিতে MA প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

আতিক মাহবুব তানজিম, মাভাবিপ্রবি:
১০ দিন আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
# ফাইল ফটো



মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে এমএ ইন ইংলিশ লিটারেচার (MA in English Literature) এবং এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (MA in English Language Teaching - ELT) প্রোগ্রামে ভর্তি আবেদন গ্রহণ শুরু হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের

ওয়েবসাইট www.mbstu.ac.bd-এ গিয়ে আবেদনপত্র সংগ্রহ ও বিস্তারিত নির্দেশনা দেখতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে ১,০০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে। আগামী ৩ ডিসেম্বর ২০২৫ থেকে ২৬ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র বিভাগীয় অফিসে জমা দিতে হবে।


আবেদনের যোগ্যতা


* স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে ৪ বছর মেয়াদী সম্মান/সমমান ডিগ্রি উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।


* ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের পরীক্ষা শেষ করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।


* আবেদনকারীর ন্যূনতম সিজিপিএ ২.২৫ থাকতে হবে।


* চাকরিজীবী প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে পারবেন।


* বিদেশি শিক্ষার্থীদেরও আবেদন গ্রহণ করা হবে।



আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র দিতে হবে


* শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি


* চারটি পাসপোর্ট সাইজ ছবি


* জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি


* চরিত্র সনদ


* ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের রসিদ



বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে 


সকাল ১১:০০টা থেকে ১২:৩০টা পর্যন্ত MA in English Literature


বিকাল ৩:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত MA in ELT



ফলাফল প্রকাশের পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি ও ক্লাস শুরু হবে বলে জানানো হয়।


ইংরেজি বিভাগ সংশ্লিষ্ট সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

১০ দিন আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন