টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের ১১তম ব্যাচের আয়োজিত আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা আজ (৮নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় রসায়ন ১৩তম (অ্যালুমিনিয়াম) ও ১৪তম (সিলিকন) ব্যাচ। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচ। উত্তেজনাপূর্ণ এই ট্রাইব্রেকারে
১৪তম ব্যাচ ৩-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।খেলায় বিভাগীয় চেয়ারম্যানসহ বিভাগের বেশ কয়েকজন শিক্ষক এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন। পুরো ম্যাচ জুড়ে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও রোমাঞ্চ।
ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অফ দ্য ম্যাচ) নির্বাচিত হয়েছেন ১৪তম ব্যাচের আতিকুর রহমান আতিক। বিজয়ী দলের অধিনায়ক নুরুন্নবী রিদয় সহ অন্যান্য খেলোয়াড়রা চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন। সেরা আয়োজকের পুরস্কার লাভ করেন রসায়ন ১১তম ব্যাচের এ.কে. কাশেম।
আজকের ম্যাচের সেরা খেলোয়াড় আতিকুর রহমান আতিক বলেন, “আজকের এই জয়টা শুধু আমাদের দলের নয়, পুরো রসায়ন বিভাগের। ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি হয়েছে—১৩তম ব্যাচও দারুণ খেলেছে। শেষ পর্যন্ত আমরা ট্রাইব্রেকারে জিততে পেরেছি, এটা আমাদের জন্য গর্বের। বিশেষ ধন্যবাদ জানাই আমাদের শিক্ষকবৃন্দ ও সহপাঠীদের, যারা মাঠে এসে আমাদের উৎসাহ দিয়েছেন। আজকের এই আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নিতে পারছি, এটাই সবচেয়ে বড় অর্জন।”
চ্যাম্পিয়ন ১৪তম ব্যাচের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে ছিল উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার।
২২ দিন আগে রবিবার, নভেম্বর ৩০, ২০২৫
