কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরীফুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে এক সিএনজি চালক ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযুক্ত সিএনজি চালক ও তার সহযোগীদের ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন চাঙ্গিনী দক্ষিণ মোড়ে এ ঘটনা ঘটে।
জানা
যায়, টিউশন শেষে শরীফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। সিএনজির ভেতরে পর্দা সরানোকে কেন্দ্র করে চালকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। চালক শরীফকে কোটবাড়ি গিয়ে দেখে নেওয়ার হুমকি দেন। পরবর্তীতে দক্ষিণ চাঙ্গিনীতে পৌঁছালে চালক শরীফকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং সহযোগীদের নিয়ে তাকে মারধর করেন।ঘটনার পর শরীফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খবর দিলে ১০–১২ জন শিক্ষার্থী ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু সিএনজি চালক ও তার সহযোগীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ধাওয়া দেন। পরে আরো শিক্ষার্থী ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী শিক্ষার্থী শরীফুল ইসলাম বলেন, “আমি টমছমব্রিজ থেকে কোটবাড়ির উদ্দেশ্যে সিএনজিতে উঠি। বৃষ্টির কারণে গাড়িতে পর্দা লাগানো ছিল। বিশ্বরোডে পৌঁছালে আমি পর্দা তুলতে চাইলে চালক ক্ষুব্ধ হয়ে আমাকে ধাক্কা দেয়। প্রতিবাদ করলে আরও রেগে গিয়ে হুমকি দেয়—‘তুই কোটবাড়ি আয়, তোকে পিটাবো।’ দক্ষিণ চাঙ্গিনীতে পৌঁছে সে আমাকে গাড়ি থেকে ফেলে দেয়। এরপর গ্যারেজে থাকা তার সহযোগীরা মিলে আমাকে মারধর করে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে নিতে এলে তাদেরও ধাওয়া দেওয়া হয়।”
অভিযুক্ত চালক আলমগীর অভিযোগ অস্বীকার করে বলেন,“ঐ শিক্ষার্থী কথার মধ্যে খারাপ ভাষা ব্যবহার করলে আমি তাকে বাধা দিই। পরে তাকে গ্যারেজে নামিয়ে দিয়ে মালিকের হাতে সোপর্দ করি।”
ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, “শরীফকে মারধরের খবর শুনে আমরা সেখানে যাই। তখন কয়েকজন স্থানীয় ও সিএনজি চালক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের আক্রমণ করে। আমরা প্রাণ বাঁচাতে দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিই। এ সময় অনেকের মোবাইল, মানিব্যাগ, জুতা ও ঘড়ি হারিয়ে যায়।”
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, “বিষয়টি জানার পরপরই আমি ঘটনাস্থলে যাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও উপস্থিত ছিল। স্থানীয় লোকজন, মালিক ও চালকের উপস্থিতিতে অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে লিখিত মুচলেকা দিয়েছে। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।"
৯ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫