Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

প্রবাসের খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৩ অভিবাসী আটক

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সেলাঙ্গর রাজ্যের কিছু অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৩ জন অভিবাসীকে আটক করেছে।


দেশটিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে রাজ্যের আমপাং জায়ার তামান দাগাংয়ের পিকেএনএস অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে কাগজপত্রহীন অভিবাসীদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে চার মাস বয়সী একটি শিশুও রয়েছে। তবে

আটককৃতদের কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।


শুক্রবার (৬ ডিসেম্বর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান পরিচালক দাতো জাকারিয়া বিন শাবান এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।


বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ১৮৯ জন প্রবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৯৩ জনকে বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়েছে।


আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল এবং পাকিস্তানের নাগরিক রয়েছেন। বর্তমানে তাদের অভিবাসন ডিপোতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন