Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫, ২ পৌষ ১৪৩২

প্রবাসের খবর

কানাডায় নিজ অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি ছাত্রের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
# ফাইল ফটো

কানাডার মন্ট্রিলের ডাউনটাউনের একটি অ্যাপার্টমেন্ট থেকে ইয়েসিন মোহাম্মদ খান ফাহিম নামে এক বাংলাদেশি ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উচ্চশিক্ষার জন্য তিন বছর ধরে মন্ট্রিলে বসবাস করছিলেন। তিনি হবিগঞ্জ জেলার বাসিন্দা।

গত বুধবার ওই অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তিনি ওই অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছে তার

পরিবার।


পরিবার জানিয়েছে, গত সোমবার সকাল থেকে ফাহিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন পরিবার। বারবার ফাহিমকে ফোন ও বার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দিচ্ছিলেন। পরে দেশটিতে বসবাসরত তার আত্মীয়স্বজনরা মন্ট্রিলে ফাহিমের বন্ধু আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। তাকে ফাহিমের অ্যাপার্টমেন্টে যেতে অনুরোধ করেন।

পরে গত বুধবার আরিফুল ফাহিমের অ্যাপার্টমেন্ট যান। সেখানে গিয়ে ফাহিমের রুম ভেতর থেকে তালাবন্ধ অবস্থায় দেখতে পান আরিফুল। পরে আরিফুল স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ এসে ফাহিমের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


জানা যায় স্বজন এবং স্থানীয় বাংলাদেশিরা ফাহিমের লাশ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন। আগামী সপ্তাহে তা দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

২০ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন