Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

প্রবাসের খবর

কুয়েতের সড়কে ঝড়লো বাংলাদেশি প্রবাসীর প্রাণ

ডেস্ক রিপোর্টঃ
১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কুয়েতের মতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৫৮) নামের একজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মত ট্যাংকার চালিয়ে মতলা থেকে জাহরা এলাকায় যাচ্ছিলেন জহিরুল। এক পর্যায়ে ওভার ব্রিজের ওপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে ছিটকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জহিরুল ইসলাম ঢাকা

জেলার কেরানীগন্জ মডেল থানার সোনাকান্দা গ্রামের জাবেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন পানির ট্যাংকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

কুয়েত প্রবাসী মরহুমের সন্তান রায়হান দূর্ঘটনায় তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে, চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হলে লাশ দেশে পাঠানো হবে বলে জানায়।

১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন