ইসলাম শান্তির ধর্ম। পৃথিবীর ২য় বৃহত্তম ধর্ম ইসলাম।এ শান্তির ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ধর্মান্তরিত হয়েছেন সৌদি আরবে এক চীনা নাগরীক ।
জানা যায়, ২৯ অক্টোবর (শুক্রবার) সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত আল রাজী মসজিদে ইসলাম ধর্মের উপর আকৃষ্ট হয়ে বৌদ্ধ ধর্ম ছেড়ে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেছেন এক চীনা নাগরীক। তার পূর্বের নাম বাদ দিয়ে নতুন নাম রাখা হয় আব্দুল্লাহ।
আলরাজহী
মসজিদের প্রধান ইমাম শেখ সালেহ্ এর নিকট পবিত্র কালিমা পাঠ করে ইমলাম ধর্ম গ্রহণ শেষে মুসলিম হয়ে চীনা নাগরিক বলেন, আল্লাহ আমাদের বিবেক-বুদ্ধি দিয়েছেন। আমি অনেক ভেবে দেখেছি একমাত্র ইসলাম হলো শান্তির ধর্ম।ইসলামের নিয়ম-নীতি আমার খুব ভালো লেগেছে। তাই আমি সেচ্ছায় শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছি। আমার জন্য দোয়া করবেন বাকি জীবন যেন ইসলামের আদর্শ নিয়ে চলতে পারি।এক প্রশ্নের জবাবে চীনা নাগরীক (আব্দুল্লাহ) বলেন, চীনে ইসলাম ধর্মের বিশ্বাসী মুসলমানের সংখ্যা অন্যান্য ধর্মের বিশ্বাসীর চেয়ে বেশি না হলেও চীনে ইসলাম ধর্মীয় স্থান বা মসজিদের সংখ্যা চীনের অন্য পাঁচটি ধর্মের মধ্যে সবচেয়ে বেশি। তা প্রায় ৩০ হাজার। চীন সরকার ইসলাম ধর্ম ও মুসলমানের ওপর বেশি গুরুত্ব দেয় এবং ইসলামী সংস্কৃতির ওপর অনেক সজাগ দৃষ্টি রাখে। চীনের মুসলমানের সংখ্যা প্রায় ৮কোটি। চীনের নানা স্থানে মসুলমান রয়েছে। তাঁরা প্রধানত সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল, কানসু প্রদেশ, নিংসিয়া হু জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল ও ছিংহাই প্রদেশে রয়েছে। চীনের দশটি সংখ্যালঘু জাতির মানুষ ইসলাম ধর্ম বিশ্বাস করে।
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫