Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

মারা গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গালভান

ডেস্ক রিপোর্ট:
৮ ঘন্টা আগে মঙ্গলবার, মে ৬, ২০২৫
# ফাইল ফটো



আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার ও ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য লুইস গালভান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৭ বছর। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।


সূত্রে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত কয়েক সপ্তাহ ধরে কর্দোভা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গালভান। সেখানেই তাঁর মৃত্যু হয়।


১৯৭৫ সালে আর্জেন্টিনা জাতীয়

দলে অভিষেক হয় গালভানের। ১৯৭৮ বিশ্বকাপে তিনি দলের প্রতিটি ম্যাচে খেলেন এবং অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে শক্তিশালী পার্টনারশিপ গড়ে তোলেন।


১৯৮২ বিশ্বকাপেও দলে থাকলেও আর্জেন্টিনা ভালো করতে ব্যর্থ হয়। ১৯৮৩ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন গালভান। পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করেন ১৯৮৭ সালে।


৮ ঘন্টা আগে মঙ্গলবার, মে ৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন