কুমিল্লার সদর উপজেলায় ১৬তম রমজানেও ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ।
শনিবার (৮ এপ্রিল) বেলা ১১টা থেকে সদর উপজেলার কালির এলাকায় এই তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স হক ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা,
একই অভিযোগে মোল্লা স্টোর, মনির ভূইয়া স্টোর ও খাদিজা স্টোরকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। উৎপাদিত খাদ্যপণ্যে মেয়াদ না লেখা ও ওজনে কম দেওয়ায় মেসার্স অলিপুর মিষ্টি ভাণ্ডারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বুরিন্দাতে রং মিশ্রণ করায় সাইফুল হোটেলে উৎপাদিত আনুমানিক ৫০ কেজি বুরিন্দা জব্দ করে ধ্বংস করা হয়।সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫