কুমিল্লার চান্দিনায় ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওমর আলী (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর সকালে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
আটক হওয়া মাদক কারবারি সিরাজগঞ্জ জেলার বেলকুঁচি উপজেলার কোনাবাড়ী গ্রামের মৃত. আব্দুস সাত্তার সরকারের ছেলে।
রবিবার (১০
র্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫