কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর বিশ্বরোড কোটবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ সুজন কুমার দে (৫২) নামের একজনকে আটক করা হয়। সে উপজেলার রাজাপাড়া গ্রামের মৃত অনিল কুমার দে এর ছেলে।
পৃথক আরেকটি অভিযানে চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকায় অভিযান
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে জন কুমার দে (৫২) এর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মোঃ সোহরাব হোসেন (৩১) ও শিমুল শিহাব (২৪)এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫