কুমিল্লা নগরীর মোগলটুলিতে দুই কিশোর গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মান্না (২৩) নামের এক যুবক নিহত হয়েছে।এ সময় আলামিন নামের আরো এক যুবক আহত হয়। এ ঘটনায় পুলিশ হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।
সোমবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতদের রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ মঙ্গলবার ভোরে আশংকাজনক অবস্থায়
ঢাকা নেওয়ার পথে মান্নার মৃত্যু হয়।নিহত মান্না নগরীর গাংচর চৌধুরীপাড়া সড়কের আব্দুর কাদিরের ছেলে।
এ ঘটনায় আটক হওয়া দুইজন হলেন নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার মৃত. আব্দুল জলিলের ছেলে জহিরুল ইসলাম (২৭) ও মৃত. মো: হোসেনের ছেলে অনিক (২৬)।
পুলিশ সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫