কুমিল্লার চান্দিনায় এলডিপির ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। দলটির অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য ডা. প্রাণ গোপালের নির্দেশে ভারপ্রাপ্ত কর্মকর্তা একটি গায়েবি মামলায় চান্দিনা উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি রাজিব ভূইয়া, উপজেলা এলডিপির সদস্য শাহ আলম মজুমদার, শাহজাহান মজুমদার, আল-আমিন, কাওসার, ইয়াসিন, রফিকুল ইসলাম
ডন ও শওকতের অন্তর্ভূক্ত করেন।ওই মামলায় তারা ৪ সপ্তাহের জন্য হাইকোর্ট থেকে জামিন নেন। উচ্চআদালতের নির্দেশক্রমে মঙ্গলবার (১১ এপ্রিল) নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। কিন্তু কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠায়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ও মহাসচিব ডক্টর রেদোয়ান আহমদ। জেলে প্রেরণকৃত নেতাকর্মীদের দ্রুত মুক্তি চেয়েছেন তারা।
গত ২৫ ফেব্রুয়ারি বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের জন্য সারা দেশে জেলায় জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হয়। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপিও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, বরিশাল এবং খুলনা বিভাগ ছাড়া অন্যন্য বিভাগের ১০ দফার সমর্থনে কর্মসূচি ঘোষণা করে। ২৫ ফেব্রুয়ারিতে এলডিপি ঘোষিত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় এলডিপি নেতা আবু তাহের বলেন, ঐদিন বিএনপি কর্মসূচি পালন করেছে এলডিপির কেন্দ্রে নির্দেশনা না থাকায় চান্দিনা বা বৃহত্তর কুমিল্লায় কোন ধরনের কর্মসূচি পালন করা হয়নি। ড. রেদোয়ান আহমেদের জনপ্রিয়তায় ঈশ্বাণিত হয়ে প্রাণ গোপালের নির্দেশে এলডিপির নেতাকর্মীদের নামে গায়েবি মামলায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫