কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সকল বক্তাই বিএনপি ও তাদের আন্দোলনের সমালোচনা করে কঠোর হুশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) কুমিল্লার লালমাই বাগমারা হাইস্কুল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন- গণতান্ত্রিকহীনদের মুখে গণতন্ত্রের
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন- ডিসেম্বর বিজয়ের মাস, বিজয়ের মাসেই খেলা হবে । বিজয়ের মাসে খেলা হবে কুমিল্লায়। কুমিল্লায় খেলা হবে কোয়ার্টার ফাইনাল। খেলা হবে রাজনীতির মাঠে, দূর্নীতির বিরুদ্ধে খেলা হবে, নাশকতার বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে, জঙ্গীদের বিরুদ্ধে খেলা হবে।
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন- বিএনপি জামায়াত একসাথে হয়ে বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা করছেন। জোশে হুশ হারিয়েন না, মির্জা ফখরুলকে বলছি, হুশ হারাইলে বেহুশ হয়ে যাবেন। কারাদণ্ড প্রাপ্ত আসামি নাকি এসে আওয়ামীলীগকে নামাবে, আওয়ামীলীগ কচু পাতার পানি নয়, নাড়া দিলে পড়ে যাবে । নাশকতা বা বাড়াবাড়ি বেশি করলে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিবে। বাংলাদেশ এক সময় অন্ধকারে নিমজ্জিত ছিলো । এখন এই বাংলাদেশ অনেক উন্নত । আমাদের জিডিপির হার বেড়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন- রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল একা বসে ছিলো, একটা কর্মীও ছিলো না সাথে। ১০ জন কর্মী তো থাকা দরকার ছিলো। পার্টি অফিস তল্লাশি করে পুলিশ ২ বস্তা ককটেল পাইছে।
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন- মুরুব্বি মনে করে খালেদাকে সম্মান করে চিকিৎসা করার সুযোগ করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এখন ১০ তারিখ সরকার নামানোর হুমকি দেন? নাশকতা করলে বাংলাদেশের কোথায়ও আপনাদের নামতে দেয়া হবে না, বেশি বাড়াবাড়ি করলে বাসায় ঢুকিয়ে কারাগার বানানো হবে।
সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি এবং অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫