কুমিল্লার দেবিদ্বারের ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর এলাকায় পুলিশের সাবেক উপ-পরিদর্শক মো: শাহজাহান কবিরসহ ৩ জনকে কুপিয়ে হত্যা করার চেষ্টার মামলার প্রধান দুই আসামি স্থানীয় যুবলীগ নেতা মো: মোসলেম উদ্দিন ও তার ছেলে তানিম আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন না দিয়ে তাদের জেলহাজতে প্রেরণ করেন।
২০২৪ সালের এপ্রিল মাসে এ হামলার ঘটনা ঘটে। মামলার সকল আসামি সাবেক এমপি আবুল
নুরপুর এম আলী এন এ বারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি পদে আবু কাউছার অনিককে ভোট দেওয়ায় দাতা সদস্য মো: শাহজাহান কবিরসহ ৩ জনকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে দেবিদ্বার থানাকে এফআইআর করার নির্দেশ দেন।
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫