Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

দেবিদ্বারে পুলিশের সাবেক এসআইকে হত্যার চেষ্টার মামলায় যুবলীগ নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার:
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লার দেবিদ্বারের ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর এলাকায় পুলিশের সাবেক উপ-পরিদর্শক  মো: শাহজাহান কবিরসহ ৩ জনকে কুপিয়ে হত্যা করার চেষ্টার মামলার প্রধান দুই আসামি স্থানীয় যুবলীগ নেতা মো: মোসলেম উদ্দিন ও তার ছেলে তানিম আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন না দিয়ে তাদের জেলহাজতে প্রেরণ করেন।

২০২৪ সালের এপ্রিল মাসে এ হামলার ঘটনা ঘটে।  মামলার সকল আসামি সাবেক এমপি আবুল

কালাম আজাদের অনুসারি।

নুরপুর এম আলী এন এ বারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি পদে আবু কাউছার অনিককে ভোট দেওয়ায় দাতা সদস্য  মো: শাহজাহান কবিরসহ ৩ জনকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে দেবিদ্বার থানাকে এফআইআর করার নির্দেশ দেন।

১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন