Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার:
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে চুরিকাঘাতে সালেহ আহম্মেদ (৩৭) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ সময় তার বাবা ও ছোট ভাই গুরুতর আহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কটা গ্রামে।

নিহত সালেহ আহম্মেদ ঐ গ্রামের আবুল কাশেম ও নাসিমা দম্পত্তির ছেলে। সোমবার রাত ৯ টায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

ত্রিনাথ সাহা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা মুন্সিরহাট ইউনিয়নের দেরকটা পূর্ব পাড়া ব্যাপারী বাড়ির আবুল কাশেমের সাথে তার ভাগিনা জামাল ও মহিন উদ্দিন এর সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার সন্ধায় উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হলে সালেহ আহম্মেদ কে প্রতিপক্ষরা চুরিকাঘাত করে এবং তার বাবা আবুল কাশেম ও ছোট ভাই আব্দুল মতিন কে পিটিয়ে গুরুতর আহত করে। আশংকা জনক অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সালেহ আহম্মেদ কে মৃত ঘোষনা করে।

নিহত সালেহ আহম্মেদ এর পিতা আবুল কাশেম বলেন, জামাল ও মহিন উদ্দিন সম্পর্কে আমার ভাগিনা হয়। বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আমার পূর্ব বিরোধ চলে আসছে। সোমবার সন্ধায় আমার প্রতিবন্ধি মেয়ে জান্নাতুল ফেরদৌস উঠান ঝাড়ু দেওয়ার সময় জামাল মহিন উদ্দিন ও মনোয়ারা বেগম আমার মেয়েকে মারধর শুরু করে। এ সময় সালেহ আহম্মেদ বাধা দিতে এলে তারা ধারালো চুরি দিয়ে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। আমি এবং আমার ছোট ছেলে আব্দুুল মতিন এগিয়ে এলে তারা আমাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের চুরিকাঘাতে আমার ছেলে সালেহ আহম্মেদ মারা যায়।

মা নাসিমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার চোখের সামনেই জামাল, মহিউদ্দিন ও মনোয়ারা আমার ছেলেকে চুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। আমি হত্যা কারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাসেম সবুজ বলেন, সালেহ আহম্মেদ এর তলপেটে এবং হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন